এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম
মার্কিন নিষেধাজ্ঞা সমর্থন যোগাবে না বরং ইরানিদের তাদের দুর্ভোগ বাড়াবে’
আমেরিকার খ্যাতিমান দার্শনিক, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক নোয়াম চমস্কি বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে যার কারণে দেশটির জনগণকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি বলেন, গত ৪০ বছর ধরে আমেরিকার লক্ষ্যই ছিল ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করা।
ট্রুথ আউটকে দেয়া একান্ত সাক্ষাৎকারে চমস্কি এসব কথা বলেন। ইরানে সাম্প্রতিক বিক্ষোভ-সহিংসতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে চমস্কি বলেন, এটি কোনো বিপ্লব নয় এবং এর কোনো নেতাও নেই। মূলত ইরান সরকারকে ক্ষমতাচ্যুত করার বৃহত্তর লক্ষ্য নিয়েই এই সহিংসতা সৃষ্টি করা হয়েছে। এক্ষেত্রে মার্কিন সরকার বিক্ষোভকারীদের সব ধরনের সহযোগিতা দেবে মূলত ইরানকে ক্ষতিগ্রস্ত করার জন্য। চমস্কি বলেন, ১৯৭৯ সাল থেকে আমেরিকা ইরানের সঙ্গে শত্রুতা করে আসছে।
১৯৫৩ সালে সামরিক ক্যু'র মাধ্যমে আমেরিকা ইরানের জনপ্রিয় সরকারকে ক্ষমতাচ্যুত করে স্বৈরশাসককে ক্ষমতায় আনে। পরবর্তীতে ইরাকের সাদ্দামকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালাতে সমর্থন দেয় এবং শেষ পর্যায়ে আমেরিকা এখন সরাসরি ইরান সরকারকে আত্মসমর্পণের বাধ্য করার চেষ্টা করছে।
চমস্কি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট বুশ ইরাকের ইঞ্জিনিয়ারদের ডেকে এনে উন্নত পরমাণু অস্ত্র বানানোর প্রশিক্ষণ দিয়েছিলেন এবং ইরাকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছিলেন আমেরিকার পক্ষ থেকে সাদ্দামকে পূর্ণমাত্রার সমর্থনের আশ্বাস দিয়ে। এসবই ছিল ইরানের জন্য মারাত্মক হুমকি।
আমেরিকার এ খ্যাতিমান শিক্ষাবিদ বলেন, ওয়াশিংটনের ক্ষমতায় থাকা দুই দলই তেমন কোন প্রকাশ্য বিতর্ক ছাড়া ইরানকে মিলেমিশে শাস্তির ব্যবস্থা করে আসছে।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে