এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২২, ০৪:১১ পিএম
পাকিস্তানও ভারতে বিশ্বকাপে যাবে না
প্রথমটি এশিয়া কাপ ৫০ ওভারের এই প্রতিযোগিতা আয়োজনের দায়িত্ব পেয়েছে রমিজ রাজার দেশ পাকিস্তান। আর ২০১১ সালের পর আবার ৫০ ওভারের বিশ্বকাপ হবে ভারতে। কিন্তু এই দুই প্রতিযোগিতা আয়োজন নিয়েই লেগে গেছে দুই দেশের বোর্ড।
শুরুটা করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। তিনি জানিয়ে দিয়েছিলেন এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তান যাবে না। সেই সঙ্গে তিনিই ঘোষণা করে দিয়েছিলেন যে, এশিয়া কাপ অন্য কোনও দেশে হবে, পাকিস্তানে নয়। তাতেই রেগে যান রমিজ।
পাকিস্তান বোর্ডের প্রধান বলেন, পাকিস্তান যদি ভারতে গিয়ে পরের বছর বিশ্বকাপ না খেলে তা হলে কেউ সেটা দেখবে আমাদের পরিষ্কার কথা, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে আসে, তা হলেই আমরা ভারতে গিয়ে বিশ্বকাপ খেলব। যদি ওরা না আসে, তা হলে পাকিস্তানকে বাদ দিয়েই বিশ্বকাপ করতে পারে ওরা।
ভারত এবং পাকিস্তান একে অপরের বিরুদ্ধে রাজনৈতিক কারণে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না। শুধু মাত্র বিশ্বকাপ, এশিয়া কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রতিযোগিতাতেই একে অপরের বিরুদ্ধে খেলতে দেখা যায় এই দুই দেশকে।
২০০৮ সালে এশিয়া কাপ খেলতে শেষ বার পাকিস্তান গিয়েছিল ভারত। তার পর থেকে আর পড়শি দেশে যায়নি তারা। পাকিস্তান ২০১২ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে এসেছিল। সেটাই শেষ বার তার পর থেকে আর দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি।
সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত মুখোমুখি হয় পাকিস্তানের। সেই ম্যাচ জিতে নেন বিরাট কোহলিরা। যদিও শেষ পর্যন্ত রোহিত শর্মাদের দৌড় শেষ হয়ে যায় সেমিফাইনালে। বাবর আজমদের দল পৌঁছে যায় ফাইনালে। সেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে যান বাবররা।