ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Logo
logo

পাকিস্তানের জন্য নির্মিত তুর্কি রণতরীর উদ্বোধন; সম্পর্ক আরও বাড়বে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২২, ০৮:১১ পিএম

পাকিস্তানের জন্য নির্মিত তুর্কি রণতরীর উদ্বোধন; সম্পর্ক আরও বাড়বে

পাকিস্তানের জন্য নির্মিত তুর্কি রণতরীর উদ্বোধন; সম্পর্ক আরও বাড়বে

পাকিস্তান ও তুরস্ক সামরিক সহযোগিতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে। পাকিস্তান নৌবাহিনীর জন্য তৃতীয় রণতরী বানানোর মাধ্যমে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

ইস্তাম্বুল শিপইয়ার্ডে পিএনএস খাইবার রণতরীটির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করার ঘোষণা দেন। এসময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

'পিএনএস খাইবার' হলো পাকিস্তানের জন্য তুরস্কের বানানো চারটি যুদ্ধজাহাজের তৃতীয়টি। চতুর্থ রণতরীটি পাকিস্তানকে সরবরাহ করা হবে আগামী ২০২৫ সালে।

উদ্বোধনী অনুষ্ঠানে এরদোগান আরও বলেছেন, ‘ইতিহাস, বন্ধুত্ব ও উন্নয়নের ওপর ভিত্তি করে কৌশলগত দৃষ্টিভঙ্গির আলোকে দু’দেশের মধ্যে সম্পর্ক দিন দিন মজবুত হচ্ছে।’ তিনি বলেন, ‘প্রতিরক্ষা শিল্প হলো সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।’

এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, তুরস্ক ও পাকিস্তানের এই প্রতিরক্ষা সহযোগিতা শান্তির জন্য, কোনো যুদ্ধ-বিগ্রহের জন্য নয়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে