এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২, ০৪:০৪ পিএম
সৌদি আরবের কাছে অতিরিক্ত ৩.২ বিলিয়ন ডলার ঋণ চাইবে পাকিস্তান
শটিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় এই অতিরিক্ত ঋণ চাওয়া হবে বলে জানিয়েছে জিওটিভি।
পাকিস্তানে দ্রুতই বৈদেশিক মুদ্রার রিভার্জ কমে যাচ্ছে। গত ছয় সপ্তাহে ৫.৫ বিলিয়ন ডলার কমে গেছে। এর আগে সৌদি থেকে যে ঋণ নেওয়া হয়েছে, তার পরিমাণ ৪.২ বিলিয়ন ডলার। বর্তমানে যে ঋণ চাইবে তা যদি পাওয়া যায় তাহলে ঋণের পরিমাণ হবে ৭.৪ বিলিয়ন ডলার।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সৌদি আরবে ৩ দিনের সফরে গেছেন বৃহস্পতিবার। তিনি ক্ষমতাগ্রহণের পর এই প্রথম সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বিন আবদুলআজিজের নিমন্ত্রণে বিদেশ সফরে গেলেন।
টুইটার হ্যান্ডেলে শেহবাজ শরীফ লিখেছেন, এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক নতুনভাবে আরো সুদৃঢ় হবে।