ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Logo
logo

 মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম

 মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসি

 মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসি

আর্জেন্টিনার পাশাপাশি মেসির অন্ধ ভক্ত পরী। মেসি এবং ফার্নান্দেজের গোলে মেক্সিকোর সাথে ২-০ গোলে জয়ের পর মেসি যখন মাইক্রোফোনে কথা বলছিলেন সেসময় টিভির পাশে দাঁড়িয়ে পরী উচ্ছ্বাস প্রকাশ করেন। সেই ভিডিওটিও তিনি নিজের টাইমলাইনে খেলা শেষে পোস্ট করেছিলেন। ক্যাপশনে লিখেছেন ‘মেসি একটা ভালোবাসা’। এটি লেখার পর তিনি ক্যাপশনে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোটিকন।

ভোরে তিনি তার ফেসবুকে আবারও লিখেছেন, ‘আল্লাহ রে আমার ঘুম আসতেছে না! মেসি গো মেসি! আমার দুই চোক্ষে শুধুই মেসি’।

খেলার ৬৩ মিনিটের দিকে মেসি প্রথম গোল করলে ফেসবুকে পোস্ট করেন পরী। টিভির পর্দা থেকে তোলা একটি ছবি দিয়ে তিনি লেখেন, ‘ওহ মেসি, আই লাভ ইউ।’