ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সাত বছরের জেল হতে পারে বরিস বেকারের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২২, ০৫:০৪ পিএম

সাত বছরের জেল হতে পারে বরিস বেকারের

সাত বছরের জেল হতে পারে বরিস বেকারের

কয়েক লাখ পাউন্ডের সম্পদ গোপন রেখে নিজেকে দেউলিয়া দেখানোয় জার্মানির ৫৪ বছর বয়স্ক সাবেক বিশ্বসেরা টেসিন তারকা বরিস বেকারের সর্বোচ্চ সাত বছরের জেল হতে পারে। ডেইলি মেইল

 লন্ডনের একটি কোর্ট জানিয়েছে, বরিস বেকার সাড়ে তিন লাখ পাউন্ড মোট ৯টি ভিন্ন ভিন্ন এ্যাকাউন্টে পাঠিয়েছেন। যেই নয়টি এ্যাকাউন্টের মাঝে আছে তার সাবেক স্ত্রী বারবারাসহ সাম্প্রতি বিবাহ বিচ্ছেদ হয়ে যাওয়া লিলি’র এ্যাকাউন্ট। 

 বেকারের বিরুদ্ধে দেউলিয়া আইনের ধারায় চারটি প্রতারণার অভিযোগ প্রমাণিত হয়। অর্থ লেনদেনসহ জার্মানিতে বাড়ি থাকার বিষয়টি গোপন করেছিলেন তিনি এছাড়াও তিনি নিজের মালিকানায় আইটি ফার্মের ৭৫ হাজার শেয়ারসহ জামার্নির ব্যাংকে নিজের ৭ লাখ পাউন্ড ঋণ থাকার বিষয়টি প্রমাণ করতে ব্যর্থ হন।