ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২০ চৈত্র ১৪৩১
Logo
logo

 নাসার প্রযুক্তিতে চোট সারাচ্ছেন নেইমার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ নভেম্বর, ২০২২, ১২:১১ পিএম

 নাসার প্রযুক্তিতে চোট সারাচ্ছেন নেইমার

 নাসার প্রযুক্তিতে চোট সারাচ্ছেন নেইমার

সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটে সুইজাল্যান্ডের বিপক্ষের ম্যাচে তাকে পাওয়া যাবে না। তবে চোট থেকে দ্রুত সেরে উঠতে যেন মরিয়া এই ব্রাজিলিয়ান তারকা। এ কারণে তিনি নাসার প্রযুক্তি ব্যবহার করছেন। ইনস্টাগ্রামে এক ছবি প্রকাশ করে নেইমার নিজেই সেটা জানিয়েছেন।

বার্সেলোনায় থাকতে নেইমারের ফিজিওথেরাপির সরঞ্জাম নিয়েছিলেন। যার মধ্যে একটি বুট কিনেছিলেন, যাতে নাসার প্রযুক্তি রয়েছে। এই বুট পেশীর আঘাত ও হাড়ের সমস্যা উভয়ই সাড়াতে পারে।

নাসার প্রযুক্তি সম্বলিত এই কম্প্রেশন বুটে তিনটি কৌশল প্রয়োগ করা হয়েছে। যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। রক্ত সঞ্চালনকে সক্রিয় করে, ফোলা ও ব্যাথা কমায়। পেশীর ওপর চাপ থাকার ক্লান্তি কমায়। জমে থাকা ল্যাকটিক অ্যাসিড দূর করে এবং নরম টিস্যুর ব্যাধি দূর করে।

এনবিএস/ওডে/সি