ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Logo
logo

 স্পেনের কোচ এনরিক যখন ফুটবলারের শ্বশুর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২২, ০১:১১ পিএম

 স্পেনের কোচ এনরিক যখন ফুটবলারের শ্বশুর

 স্পেনের কোচ এনরিক যখন ফুটবলারের শ্বশুর

 কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম দেখিয়ে যাচ্ছে স্পেন। সোমবার রাতে জার্মানির সঙ্গে ড্র করলেও তারুণ্য নির্ভর দলটি বেশ আশা জাগাচ্ছে। তাদের নান্দনিক ফুটবল মুগ্ধ করেছে সবাইকে। দলের আক্রমণভাগের বড় ভরসার নাম ফেরান তোরেস। তার অন্য একটা পরিচয়ও আছে। স্পেন কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে তিনি প্রেম করছেন।

সম্প্রতি গুঞ্জন রটেছে যে, এই তরুণ দম্পতির ঘরে নতুন অতিথি আসতে যাচ্ছে। এবার মেয়ের প্রেমিককে নিয়ে কথা বলতে হলো স্পেন কোচকে। এক সাক্ষাতকারে এনরিকেকে জিজ্ঞাসা করা হয়েছিল- যদি তোরেস বিশ্বকাপে গোল করে থাম্ব সাকিং বেবি সেলিব্রেশন করেন তাহলে কী করবেন স্প্যানিশ ম্যানেজার?

যার উত্তরে এনরিকে হাসতে হাসতে বলেন, ফেরান তোরেস যদি গোল করে ওভাবে সেলিব্রেট করে, তাহলে আমি ওকে সঙ্গে সঙ্গে বেঞ্চে বসিয়ে দেবো। ওকে আর কোনও দিন মাঠে নামতে দেব না। এনরিকের এই মজার উত্তরে বেশ আনন্দ পেয়েছেন ফুটবলপ্রেমীরা। সোশ্যাল সাইটে বেশ শেয়ার হচ্ছে ভিডিওটি।
 
বয়ফ্রেন্ডকে উৎসাহ দিতে সিরা এখন কাতারে অবস্থান করছেন। মাঠে গিয়ে খেলাও দেখছেন। তোরেস গোল করার পর হাতের আঙুল বুকের কাছে এনে ইংরেজির এস অক্ষরের আদল বানিয়ে সেলিব্রেটও করেছেন। বুঝিয়েছেন যে, ভালোবাসার মানুষের নাম শুরু এস দিয়ে। সিরা নিজেও খেলোয়াড়। পেশায় শো জাম্পার সিরা ঘোড়ার পিঠে চড়ে নানারকম খেলা দেখান।

এনবিএস/ওডে/সি