ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Logo
logo

 রোনালদোর গোল ভেবেই উদযাপন করেছিলেন ফার্নান্দেস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২২, ০২:১১ পিএম

 রোনালদোর গোল ভেবেই উদযাপন করেছিলেন ফার্নান্দেস

 রোনালদোর গোল ভেবেই উদযাপন করেছিলেন ফার্নান্দেস

উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে উঠেছে পর্তুগাল। কিন্তু একের পর এক আক্রমণেও মিলছিল না সফলতা। শেষমেষ ম্যাচের ৫৪তম মিনিটে ডেডলক ভাঙল ব্রুনো ফার্নান্দেসের গোলে। ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল চলে যায় উরুগুয়ের জালে। এর আগে মনে হচ্ছিল, ফার্নান্দেসের ক্রসে ক্রিশ্চিয়ানো রোনালদোর মাথা ছুঁয়েছে বল।

গোল উদযাপনে মেতে ওঠেন রোনালদো। অবশ্য কিছুক্ষণ পরেই দেখা যায় রোনালদোর শরীরের কোনো অংশেই স্পর্শ করেনি বল। তবুও দেশি-বিদেশি সংবাদ মাধ্যমগুলোর সংশয় কাটছিল না। কিছুক্ষণ বাদে অবশ্য স্টেডিয়ামের বড় স্ক্রিনে গোলদাতা হিসেবে ফার্নান্দেসের নামই ভেসে ওঠে।  যে কারণে ঐই গোল চলে যায় এই ফরোয়ার্ডের নামে। এরপরে অবশ্য অতিরিক্ত সময়ে স্পটকিক থেকে ফার্নান্দেস করেন আরো এক গোল।

মোট কথা গোল খরার এই ম্যাচে একাই পর্তুগালকে জিতিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে ফার্নান্দেজ জানিয়েছেন, রোনালদোর গোল ভেবেই উদযাপন করেছেন তিনি।

ফার্নান্দেজ বলেন, আমি ভেবেছিলাম বল ক্রিশ্চিয়ানোর মাথা স্পর্শ করেছিল। এমনকি গোলটা সেই করেছে। আসল ব্যাপার হচ্ছে, আমরা ম্যাচটা জিতেছি এবং আমরা শেষ ষোলোতে জায়গা করে নিয়েছি। আজকের ম্যাচটি যথেষ্ট কঠিনই ছিল। এমনকি প্রথম গোলের পর ফার্নান্দেজ উদযাপনও করেন।

এনবিএস/ওডে/সি