ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Logo
logo

 এবার স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করে প্রশংসাই ভাসছে মরক্কোর সমর্থকরা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২২, ০৪:১১ পিএম

 এবার স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করে প্রশংসাই ভাসছে মরক্কোর সমর্থকরা

 এবার স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করে প্রশংসাই ভাসছে মরক্কোর সমর্থকরা

বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর। জাপানিদের পর এবার স্টেডিয়াম পরিষ্কার করলেন মরক্কোর সমর্থকরা। বেলজিয়ামের বিরুদ্ধে খেলা শেষ হওয়ার পরেও স্টেডিয়াম ছাড়েননি মরক্কোর ফুটবল ভক্তরা। সঙ্গে নিয়ে আসা বড় বড় ব্যাগে আবর্জনা তুলতে দেখা যায় তাদের। একে একে স্টেডিয়ামের প্রতিটি জায়গায় গিয়ে আবর্জনা তোলেন তারা। এরপরেই ছেড়েছেন স্টেডিয়াম।

বেলজিয়ামকে ২-০ গোলে হারিয়ে বড় অঘটন ঘটিয়েছে মরক্কো। দ্বিতীয়ার্ধে মরক্কোর হয়ে গোল দু'টি করেন আব্দেল হামিদ সাবিরি ও জাকারিয়া আবৌখ লাল। জাপানের সমর্থকদের মতো মরক্কোর সমর্থকদের এই কাজের প্রশংসা করেছেন ।

সর্বপ্রথম কাতার স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায় জাপানি সমর্থকদের। ২০১৮ সালেও একই কাজ করা জাপানিরা শুধু নিজেদের আসনই নয়, পুরো স্টেডিয়ামই পরিষ্কার করেছিলেন তারা।

জাপানের পর সৌদি আরবের সমর্থকদেরও গ্যালারি পরিষ্কার করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের স্ট্যান্ড পরিষ্কার করছেন সৌদি সমর্থকরা। সৌদি দলের দর্শকরা পানির বোতল এবং অন্যান্য বর্জ্য ব্যাগে সংগ্রহ করছে।

এনবিএস/ওডে/সি