ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Logo
logo

 দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ নভেম্বর, ২০২২, ০৪:১১ পিএম

 দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে

 দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে

নেইমারকে ছাড়াই বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নেয় ব্রাজিল। নেইমারকে ছাড়া জয় যেমন স্বস্তির তেমনি তারকা এই ফুটবলারকে ছাড়া বড় ব্যবধানে জিততেও ব্যর্থ হয় সেলেসাওরা। চোটের কারণে সুইজারল্যান্ড ম্যাচে ছিলেন না নেইমার। নেইমারের অভাব মাঠে অনুভব হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ তিতে। চ্যানেল২৪

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কোচ তিতে জানান, নেইমারকে ব্রাজিল দল মিস করেছে এবং নেইমারের স্কিল অন্য যে কোন ফুটবলারের চেয়েও আলাদা। তবে দলের বাকি ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে বলে মনে করেন তিনি।
তিতে বলেন, নেইমারের স্কিল একদম আলাদা। সে অসাধারণ মুহূর্ত উপহার দিতে পারে, একজন থেকে আরেকজনে ড্রিবল করে কাটিয়ে যেতে পারে, তার সেই স্কিল আছে। দলের অন্য ফুটবলাররাও নেইমারের লেভেলে যাচ্ছে, আশা করি তারা যেতে পারবে। তবে আমরা নেইমারকে মিস করেছি।

ব্রাজিলের কোচ তিতের সাথে সুর মিলিয়ে দলের ডিফেন্ডার মার্কুইনহস জানান, নেইমার এমন একজন ফুটবলার যিনি কঠিন মুহূর্তে দায়িত্ব নিয়ে সুযোগ তৈরি করতে পারে। তিনি বলেন, আমরা জানি নেইমার একজন গ্রেট খেলোয়াড়। সে পার্থক্য গড়ে দিতে পারে। কঠিন মুহূর্তে সে দায়িত্ব নেয় এবং সুযোগ তৈরি করে।

এনবিএস/ওডে/সি