এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২, ০৭:১১ পিএম
জাস্টিন ল্যাঙ্গারকে ক্রিকেট ধারাভাষ্যে দেখতে চান প্যাট কামিন্স
গত সপ্তাহে জাস্টিন ল্যাঙ্গার অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। গত এক বছরে তার কোচিং পারফরমেন্স নিয়ে অজ্ঞাত কিছু দুষ্ট প্রকৃতির লোক মিডিয়ার কাছে নেতিবাচক মন্তব্য করে। এর ফলে ল্যাঙ্গার উত্তেজিত হয়ে কোচিং থেকে পদত্যাগের ঘোষণা দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ল্যাঙ্গার বলেন, প্যাট কামিন্স ও দলের বাকি সদস্যদের সঙ্গে তার কোনো সমস্যা নেই। এরপর কামিন্স সাংবাদিকদের জানান, তাদের দলে এরকম দুষ্ট প্রকৃতির কোনো লোক নেই, কখনই থাকবে না। এইটা খুবই হতাশাজনক যে কখনও কখনও মাঠের বাইরের সমস্যা ফোকাস আনা হয়। কিন্তু এটার কোনো খারাপ প্রভাব পরেনি দলের উপর।
সাবেক কোচ ল্যাঙ্গারের কোনো খারাপ উদ্দেশ্য ছিলো না, কারণ তিনি তার মন্তব্য পরে স্পষ্ট করেন। কোচিং ছেড়ে চলেও গেলেও অস্ট্রেলিয়ান ক্রিকেটের এই কিংবদন্তীকে (ল্যাঙ্গার) ধারাভাষ্যে দেখতে চান প্যাট কামিন্স।
এনবিএস/ওডে/সি