এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২, ০৯:১১ পিএম
প্রেমিক-প্রেমিকা পালিয়েছে, ছেলের বাবাকে জুতোপেটা মেয়ের মা-র! শ্রদ্ধা-কাণ্ড নিয়ে পথসভায় ধুন্ধুমার
শ্রদ্ধা ওয়াকার খুনের (Shraddha Walkar Murder) ঘটনায় ইতিমধ্যেই লাভ জিহাদের অভিযোগ তুলেছে বিজেপি। মঙ্গলবার সেই শ্রদ্ধা ইস্যুতেই নিয়েই ‘বেটি বাঁচাও মহাপঞ্চায়েত’ ডেকেছিল হিন্দু একতা মঞ্চ নামের একটি সংগঠন। ওই সভা চলাকালীন হঠাৎই মঞ্চের উপর দাঁড়িয়ে থাকা একজনকে জুতো (Slipper)মারতে শুরু করেন এক মহিলা (Woman Hits Man)। দিল্লির (Delhi) এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
ওই মহিলার মঞ্চে দাঁড়িয়েই মাইক্রোফোনে বলছিলেন যে, ওই ব্যক্তির ছেলে তাঁর মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। পাঁচদিন হয়ে গিয়েছে এই ঘটনার। তারপরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কথাগুলো বলার সময় সমানে ওই ব্যক্তি তাঁকে বাধা দিচ্ছিলেন, এমন দৃশ্যই ধরা পড়ে ক্যামেরায়। বারবার বাধা পেয়ে সটান জুতো খুলে মারতে শুরু করেন ওই মহিলা। যদিও সঙ্গে সঙ্গে বাকিরা এসে তাঁকে আটকে দেয়।
সোমবারই দিল্লিতে অভিযুক্ত আফতাব পুনাওয়ালাকে আদালতে নিয়ে আসা পুলিশ ভ্যানের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছিল কট্টরপন্থী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে! আক্রমণকারীদের হাতে তলোয়ারও ছিল। জনা ১৫ ব্যক্তি ওই হামলা চালিয়েছিল বলে অভিযোগ। যদিও পরে তাদের আটক করে পুলিশ। এর একদিনের মধ্যেই ফের সেই দিল্লিতেই শ্রদ্ধা ইস্যু নিয়ে ডাকা হিন্দু সংগঠনের মঞ্চে জুতোর বাড়ি খেলেন এক ব্যক্তি।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে