ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

 ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজ জয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২২, ০১:১২ পিএম

 ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজ জয়

 ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের সিরিজ জয়

নিউজিল্যান্ডে চলমান ভারত-নিউজিল্যান্ড মধ্যকার তিন ম্যাচ ওডিআই সিরিজের তৃতীয়টিও বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেছে। এর আগে প্রথম ওডিআইতে ৭ উইকেটে জিতেছিলো স্বাগতিকরা। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজটি ১-০ ব্যবধানে জিতেছে কিউইরা।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ৫০ ওভারের ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৪৭ দশমিক ৩ ওভারে ২১৯ রানে অলআউট হয় ভারত। ওয়াশিংটন সুন্দর ৫১ ও শ্রেয়াস আইয়ার ৪৯ রান করেন। নিউজিল্যান্ডের এডাম মিলনে ও ড্যারিল মিচেল ৩টি করে উইকেট নেন।

জবাবে ১৮ ওভারে ১ উইকেটে ১০৪ রান তুলে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির কারনে ম্যাচটি আর মাঠে গড়ায়নি।

এনবিএস/ওডে/সি