ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

 ফিকার প্রতিবেদন, ক্রিকেটে জাতীয় চুক্তি থেকে বিদেশি লিগগুলোতে ঝুঁকছেন ক্রিকেটাররা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 ফিকার প্রতিবেদন, ক্রিকেটে জাতীয় চুক্তি থেকে বিদেশি লিগগুলোতে ঝুঁকছেন ক্রিকেটাররা

 ফিকার প্রতিবেদন, ক্রিকেটে জাতীয় চুক্তি থেকে বিদেশি লিগগুলোতে ঝুঁকছেন ক্রিকেটাররা

ফেডারেল অব ইন্টারন্যাশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন ফিকা এক প্রতিবেদনে বলেছে, জাতীয় চুক্তির থেকে বিদেশি লিগগুলোর দিকে বেশি ঝুকঁছেন ক্রিকেটাররা। তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগকে গুরুত্ব দিচ্ছেন। আবার অনেকেই ফ্রি এজেন্ট হিসেবে খেলছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। অর্থ ও খ্যাতির কারণেই ক্রিকেটাররা লিগগুলোতে বেশি ঝুকঁছেন।

প্রতিবেদনে তুলে ধরা হয়, বিশ্বের শীর্ষ টি-টোয়েন্টি ক্রিকেটারদের মধ্যে ফ্রি এজেন্ট হিসেবে ৪০ শতাংশ জাতীয় চুক্তি থেকে প্রাধান্য দিচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে। আর ৪২ শতাংশ ক্রিকেটার চাচ্ছেন কমপক্ষে একটি বিদেশি টুর্নামেন্টের পাশাপাশি জাতীয় চুক্তির আওতায় থাকতে।
অর্থাৎ ১০০ ভাগ ক্রিকেটারদের মধ্যে ৮২ ভাগ ক্রিকেটারই থাকতে চান না শুধুমাত্র একটি জাতীয় চুক্তির অধীনে।

১১টি দেশের ৪শ’ এরও বেশি ক্রিকেটারদের ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন প্রকাশ করে ফিকা। যেখানে অবশ্য ছিলেন না ভারত কিংবা পাকিস্তানের কোনো ক্রিকেটার। যমুনানিউজ

ফিকার প্রতিবেদন বলছে, চুক্তিতে থাকা ক্রিকেটাররা বিদেশি লিগে আকৃষ্ট হচ্ছেন বেশি। এর ফলে অর্থের পাশাপাশি নিজেদেরকে প্রতিষ্ঠিত করার প্লাটফর্ম হিসেবে নিচ্ছেন তারা।

এনবিএস/ওডে/সি