ঢাকা, শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Logo
logo

 উরুগুয়েকে হারালেই নকআউট পর্বে যাবে ঘানা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 উরুগুয়েকে হারালেই নকআউট পর্বে যাবে ঘানা

 উরুগুয়েকে হারালেই নকআউট পর্বে যাবে ঘানা

নকআউট পর্বে যেতে হলে শুক্রবার ০২ ডিসেম্বর রাত ৯টায় উরুগুয়ের বিরুদ্ধে জিততে হবে ঘানার। এইচ’ গ্রুপে চতুর্থ স্থানে থাকা উরুগুয়ের থেকে দুই পয়েন্টে এগিয়ে থেকে দ্বিতীয় স্থানে অবস্থান করছে তারা।

২০১০ সালের ফুটবল বিশ্বকাপের পর শুক্রবার দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে যাচ্ছে ঘানা ও উরুগুয়ে। ম্যাচটি ঘানার জন্য উরুগুয়ের বিরুদ্ধে অনেকটা প্রতিশোধের। কেননা ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে হেরে বিদায় নিয়েছির তারা।

ঘানা যদি শেষ ষোলোতে তাদের স্থান নিশ্চিত করতে চায়, তাহলে যেভাবেই হোক না কেনো জয় বা ড্র করতে হবে উরুগুয়ের বিরুদ্ধে। আবার অপর দিকে উরুগুয়েকে ঘানার বিরুদ্ধে লড়াই করে জয়ী হতে হবে। জয়ের পর ৩ পয়েন্ট গ্রহন করার পরই যেতে পারবে শেষ ষোলোতে। এই ম্যাচে জয় ছাড়া কোন বিকল্প নেই তাদের।

এনবিএস/ওডে/সি