ঢাকা, শনিবার, মার্চ ২৯, ২০২৫ | ১৪ চৈত্র ১৪৩১
Logo
logo

 চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাথে রওশন এরশাদের সাক্ষাৎ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

 চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাথে রওশন এরশাদের সাক্ষাৎ

 চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাথে রওশন এরশাদের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি আজ বৃহস্পতিবার

 গুলশানের একটি হোটেলে এই সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্ এ তথ্য জানান। গোলাম মসীহ্ জানান, সাক্ষাৎকালে বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।

তিনি উল্লেখ করেন, বিরোধীদলীয় নেতা চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সদর আসনের সংসদ সদস্য রাহগির আল মাহি (সাদ) এরশাদ এবং বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ্।

এনবিএস/ওডে/সি