ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ১ চৈত্র ১৪৩১
Logo
logo

মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকনে আগুন: ৯ সেনা আহত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০১ ডিসেম্বর, ২০২২, ১১:১২ পিএম

মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকনে আগুন: ৯ সেনা আহত

মার্কিন বিমানবাহী যুদ্ধ জাহাজ আব্রাহাম লিংকনে আগুন: ৯ সেনা আহত

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে অগ্নিকাণ্ডের ফলে অন্তত নয় সেনা আহত হয়েছে। মঙ্গলবার সকালে স্যান ডিয়াগো ঘাঁটির কাছে জাহাটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজে আগুন লাগার পর খুব দ্রুতই নৌবাহিনীর সদস্যরা তা নিভিয়ে ফেলতে সক্ষম হয় তবে আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন সেনা আহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে যে, আহত সেনাদেরকে জাহাজেই চিকিৎসা দেয়া হয় তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রাথমিকভাবে মার্কিন নৌবাহিনী অগ্নিকাণ্ডে ৬ সেনা আহত হওয়ার কথা জানালেও বুধবার এই সংখ্যা বাড়িয়ে নয়জনের কথা উল্লেখ করেছে।
নৌবাহিনী জানিয়েছে, জাহাজটিতে যখন আগুন লাগে তখন সেটি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল থেকে ৩০ মাইল দূরে নিয়মিত অভিযানে অংশ নিচ্ছিল। তবে নৌ বাহিনী সুনির্দিষ্ট করে অগ্নিকাণ্ডের ঘটনা স্থল সম্পর্কে জানায়নি এবং কী কারণে জাহাজটিতে আগুন লেগেছে তাও পরিষ্কার করে বলেনি। 
ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকায় সাত মাস অবস্থান করার পর গত আগস্ট মাসে ইউএসএস আব্রাহাম লিংকন এবং তার পাঁচ হাজার সেনা সদস্য স্যান ডিয়াগো ঘাঁটিতে ফিরেছে।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে