এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০১ ডিসেম্বর, ২০২২, ১১:১২ পিএম
দক্ষিণ কোরিয়ার আকাশে চীন ও রাশিয়ার বিমান, তাড়িয়ে দিল সিউল
দক্ষিণ কোরিয়ার আকাশ থেকে চীন এবং রাশিয়ার কয়েকটি যুদ্ধবিমান তাড়িয়ে দেয়ার দাবি করেছে সিউল। দক্ষিণ কোরিয়া বলেছে, দেশের এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনের দিকে যাওয়ার সময় রাশিয়া ও চীনের আটটি বিমান তাড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়ার জঙ্গিবিমান।
সিউল বলেছে, বিদেশি বিমানের মধ্যে দুইটি চীনের এবং ছয়টি রাশিয়ার। এসব বিমান আজ (বুধবার) সকালের দিকে দক্ষিণ কোরিয়া এয়ার ডিফেন্স জোনে ঢুকে পড়ে।
দক্ষিণ কোরিয়া বলছে, চীনের এইচ-সিক্স বোমারু বিমান ভোর ৫টা ৫০ মিনিটের দিকে কয়েকবার এয়ার ডিফেন্স জোনে প্রবেশ করে এবং বেরিয়ে যায়। এরপর চীনা বিমানের সঙ্গে যোগ দেয় রাশিয়ার টি-ইউ ৯৫ বোমারু বিমান এবং এসইউ-৩৫ জঙ্গিবিমান। তবে এসব বিমান দক্ষিণ কোরিয়ার আকাশ লঙ্ঘন করেনি।
এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোন হচ্ছে কোন দেশের বর্ধিত আকাশসীমা ও সমুদ্রসীমা নিয়ে গঠিত অঞ্চল যা কোনো দেশ নিজের নিরাপত্তার স্বার্থে একতরফাভাবে ঘোষণা করে তবে আন্তর্জাতিক সম্প্রদায় তাকে শিকার নাও করতে পারে। এটি আন্তর্জাতিক কোনো চুক্তি দ্বারা স্বীকৃত কিছু নয়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে