এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০২ ডিসেম্বর, ২০২২, ১১:১২ এএম
তামিম ইকবালকে বাইরে রেখে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ দল ঘোষণা
আগামী রোববার থেকে মিরপুর স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেলেন অধিনায়ক তামিম ইকবাল। তাকে বাইরে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে তারা।
জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, তামিম ইকবাল গ্রেড ১ গ্রোয়িন ইনজুরিতে পড়েছেন। এমআরআই’র মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়েছি। তাকে বিশেষভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। আগামী দুই সপ্তাহ তাকে পর্যবেক্ষণে রাখা হবে। দুর্ভাগ্যবশত সে ওয়ানডে সিরিজ মিস করবে। টেস্ট সিরিজের বিষয়ে এখনি সিদ্ধান্ত নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তাসকিন আহমেদের ব্যাক পেইন থাকায় সিরিজের প্রথম ওয়ানডে খেলতে পারবেন না। তার পরিবর্তে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে দলে নেয়া হয়েছে।
বাংলাদেশ দলের স্কোয়াড: লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ, নাজমুল হোসেন, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
এনবিএস/ওডে/সি