ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

 ফের ভয়ঙ্কর কুলদীপ, তাসের ঘরের মতো ভেঙে পড়া নাইটদের বাঁচালেন নীতীশ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৮ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম

 ফের ভয়ঙ্কর কুলদীপ, তাসের ঘরের মতো ভেঙে পড়া নাইটদের বাঁচালেন নীতীশ

 ফের ভয়ঙ্কর কুলদীপ, তাসের ঘরের মতো ভেঙে পড়া নাইটদের বাঁচালেন নীতীশ

 তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল নাইটদের ব্যাটিং লাইনআপ (KKR vs Delhi)। সেই অবস্থা থেকে দলকে উদ্ধার করলেন নীতীশ রানা (৩৪ বলে ৫৭)। তিনি টেনে দিয়েছেন বলেই দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কেকেআরের কিছুটা ভদ্রস্থ রান হয়েছে, ২০ ওভারে করেছে ১৪৬/৯।

নীতীশকে সহায়তা করেছেন দলনেতা শ্রেয়স আইয়ার। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েন কলকাতা। ওপেনারদ্বয় অ্যারণ ফিঞ্চ (৩), বেঙ্কটেশ আইয়ার (৬) ছাড়াও রান পাননি চারে নামা বাবা ইন্দ্রজিৎ (৬)। নারিনও খাতা না খুলেই ফিরে যান প্যাভিলিয়নে।

নাইটদের বিপক্ষে গত ম্যাচেও (IPL 2022) জ্বলে উঠেছিলেন একদা উপেক্ষিত কুলদীপ যাদব। এবারও তিনি ঝলসে উঠলেন পুরনো দলের বিপক্ষে। চার উইকেট নিলেন তিন ওভার বোলিং করে ১৪ রানের বিনিময়ে। কুলদীপের স্পিনে ফিরলেন বিপক্ষের নামী তারকারা।

শ্রেয়সকে ফিরিয়ে দিয়ে আসল কাজ সেরেছেন কুলদীপ। ভাল খেলেছেন রিঙ্কু সিং, তাঁকে ফিরিয়েছেন বাংলাদেশের তারকা মুস্তাফিজুর রহমান। দিল্লি বোলিং ইনিংসের শেষ ওভারও করেছেন মুস্তাফিজুর। যদিও কুলদীপের হাতে আরও এক ওভার বাকি ছিল। মুস্তাফিজুর নিজের নামের প্রতি সুবিচার করেছেন শেষমেশ নীতীশ রানাকে ফিরিয়ে দিয়ে। রানা আউট হন ৩৪ বলে ৫৭ রান করে, যার মধ্যে ছিল তিনটি চার ও চারটি ছয়।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে