এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২, ১১:০৪ পিএম
পাবলিক প্লেসে ফ্রি ওয়াইফাই ব্যবহার করেন? চুরি হতে পারে তথ্য
রেল স্টেশন হোক বা বিমান বন্দর, কিংবা কোনও পাবলিক প্লেসে যেখানেই আমরা ফ্রি ওয়াইফাইয়ের সুযোগ পাই সেখানেই নিজের ইন্টারনেট বাঁচাতে সেই ওয়াইফাইয়ের সঙ্গে যুক্ত হয়ে পড়ি। এতে নিজের বিপদ (Online Fraud) আপনি নিজেই ডেকে আনছেন না তো?
বৃহস্পতিবারও রাজ্য পুলিশ এমনই এক প্রতারণার পন্থা বাতলে সতর্ক করল। রাজ্য পুলিশের (WB Police) তরফে জানানো হয়, এমন পরিষেবা নিতে গিয়ে নিজের তথ্য চুরি হয়ে যাওয়ার প্রভূত সম্ভাবনা থাকে। অনেক কম ব্যক্তিই এই বিষয়ে সচেতন।
তাহলে উপায় কী? পাবলিক ওয়াইফাই (Free WiFi) ব্যবহার না করা? রাজ্য পুলিশের তরফে জানানো হয়, পাবলিক ওয়াইফাই ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনি ভিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (VPN) ব্যবহার করুন। এতে আপনার মোবাইল বা ল্যাপটপের যাবতীয় তথ্য এনক্রিপ্ট করে। যার ফলে আপনার ব্যক্তিগত তথ্য হ্যাক হওয়ার ঝুঁকি কম থাকে।
দিনে দিনে বাড়ছে প্রতারণা (Online Fraud)। প্রতারকরা বিভিন্ন উপায়ে মাধ্যমে হানা দিচ্ছে আপনার ব্যক্তিগত তথ্যে। সে তথ্য আপনার ব্যাঙ্ক সংক্রান্ত হতে পারে কিংবা অন্যকিছু। যে তথ্য প্রতারকদের নাগালে পৌঁছে যাচ্ছে সহজেই। আর সেই তথ্যকে হাতিয়ার করে প্রতারকরা আপনাকে প্রতারণার জালে ফেলেছে।
পুলিশ বারংবার এই প্রতারকদের থেকে নিজেকে সুরক্ষিত রাখার কথা বলছেন। বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন কীভাবে আপনি একজন প্রতারকের জালে ধরা দিচ্ছেন। শুধু তাই নয়, প্রতারণার শিকার হলেও ভয় না পেয়ে শীঘ্রই পুলিশে অভিযোগ জানানোর কথাও প্রচার করা হচ্ছে।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে