এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম
ছয় বছর পর রোববার ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে নামছে বাংলাদেশ
ছয় বছর পর ঘরের মাঠে রোববার (৪ ডিসেম্বর) ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতের মোকাবিলা করবে বাংলাদেশ। সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করতে পারলেন না টাইগার অধিনায়ক লিটন দাস।
শুধু বললেন সিরিজটা বেশ কঠিন হবে। আমাদের চেষ্টা থাকবে ভারতের বিরুদ্ধে ভালো খেলার। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বাংলাদেশের খেলার প্রশংসা করে বললেন, হোম সিরিজে ভীষণ ভালো খেলে বাংলাদেশ দল। আমার মনে হয়, এই সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
নিজ মাঠ আর দর্শকদের সমর্থনে এগিয়ে থাকবে লাল-সবুজের দল। হোম গ্রাউন্ডে অলরাউন্ড পারফরমেন্স করার লক্ষ্য নিয়ে রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে লিটনবাহিনী। দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টেলিভিশন।
২০১৫ সালে শক্তিশালী ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ। ভারতের বিপক্ষে যা ছিল টাইগারদের একমাত্র সিরিজ জয় ।
ইনজুরিতে পড়া তামিম ইকবালের জায়গায় এবারের সিরিজে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ওপেনার লিটন দাস। বিশেষ করে হোম কন্ডিশনে খেলা হওয়ায় ২০১৫ সালের পারফরমেন্সের পুনরাবৃত্তি ঘটাতে না পারার কোন কারণ দেখছেন না লিটন।
তিনি বলেন, ভারত খুব ভালো দল এবং অনেক বিশ্বমানের খেলোয়াড় থাকার কারণে তারা শক্তিশালী। কিন্তু আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি তাহলে যেকোন কিছুই ঘটতে পারে। আমি মনে করি, আমাদের ব্যাটিং ইউনিট বেশ শক্তিশালী। এছাড়া ভালো বোলিং এবং ফিল্ডিং ইউনিট আমাদের রয়েছে। তাদের হারাতে না পারার কোন কারণ নেই। তবে এজন্য আমাদের সেরা ক্রিকেট খেলতে হবে।
এনবিএস/ওডে/সি