এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম
আমি দরজা খুললে পশ্চিমবঙ্গে বিজেপি থাকবে না : অভিষেক
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন আমি দরজা খুললে পশ্চিমবঙ্গে বিজেপি দলটা থাকবে না। তিনি আজ (শনিবার) পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে দলীয় জনসভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের ভাবাবেগকে সম্মান দিয়েছি। দুঃসময়ে কর্মীরা যেভাবে লড়াই করেছে তাদের ওপর মর্যাদা রেখে আমি দরজা খুলছি না। দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। বলুন দরজা খুলব? আমার মাঝে মাঝে মনে হয়, দরজাটা খুলে দিই। আগামী সপ্তাহে দরজাটা খুলি তা হলে ৫ সেকেন্ডের জন্য? আমি একটু ছোট্ট করে দরজাটা খুলতে চাই। ডিসেম্বর মাসে ছোট্ট করে দরজাটা খোলা যাক। যারা বেছে বেছে দলের জন্য কাজ করবে।’
তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়া বিধায়ক শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে ও তার পরিবারকে ‘অধিকারী পরিবার’ উল্লেখ করে তীব্র কটাক্ষ ও নিশানা করেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায় অধিকারী পরিবারকে নিশানা করে বলেন, ‘যারা আদর্শ, মূল্যবোধের কথা বলে, তাদের বাড়িতে তৃণমূলের প্রতীকে জেতা দুটো এমপি ‘বিজেপি’র সঙ্গে কানামাছি ভৌ ভৌ খেলছে। বিবেক, মূল্যবোধ, মর্যাদা, সম্মান থাকলে বিজেপির মঞ্চে যাওয়ার আগে ইস্তফা দিয়ে যেতেন। আমরা এই বিশ্বাসঘাতকদের পূর্ব মেদিনীপুর ছাড়া করে ছাড়ব, রাজনৈতিকভাবে দেউলিয়া করে দেব। আমি নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে যাচ্ছি। কত ক্ষমতা দেখব। যতদিন না বেইমান মুক্ত করতে পারি ততদিন এই লড়াই চলবে’ বলেও হুঁশিয়ারি দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
পূর্ব মেদিনীপুরে আগামীকাল থেকে ‘বেইমান মুক্ত’ কর্মসূচি পালিত হবে। পূর্ব মেদিনীপুরের এই বিশ্বাসঘাতককে আগামী ৫০০ বছর মীরজাফর, গাদ্দার বলে ডাকবে। বিশ্বাসঘাতক এবং বেইমান মুক্ত মেদিনীপুরের মাটি চাই বলেও আজ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর নাম না করে তাকে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে