ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

পশ্চিমবঙ্গে আগামীতে বড় লড়াই, এবার খেলাটা দেখাব : শুভেন্দু অধিকারী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৩ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

পশ্চিমবঙ্গে আগামীতে বড় লড়াই, এবার খেলাটা দেখাব : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে আগামীতে বড় লড়াই, এবার খেলাটা দেখাব : শুভেন্দু অধিকারী

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বলেছেন, আগামীদিনে রাজ্যে বড় লড়াই, এবার খেলাটা দেখাব। তিনি আজ (শনিবার) ডায়মন্ড হারবারে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তৃণমূলকে নিশানা করে ওই মন্তব্য করেন।

পশ্চিমবঙ্গে আগামীতে বড় লড়াই, এবার খেলাটা দেখাব : শুভেন্দু অধিকারী   

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বিজেপি বিধায়ক শুভেন্দু  অধিকারী বলেছেন, আগামীদিনে রাজ্যে বড় লড়াই, এবার খেলাটা দেখাব।

তিনি আজ (শনিবার) ডায়মন্ড হারবারে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে তৃণমূলকে নিশানা করে ওই মন্তব্য করেন।    

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি’র নাম না করে তাদেরকে ‘পিসি-ভাইপো’ বলে কটাক্ষ করে বলেন, ‘আগামীদিনে বড় লড়াই। এর আগে ‘ভাইপো’ ভোট  করতে দেয়নি। কাউকে নমিনেশন করতে দেয়নি। ২০১৪ সাল, ২০১৬ সাল পর্যন্ত এখানে ভোট হতো। ২০১৬ সালের পর ‘ভাইপো বাহিনী’ এখানে ভোট করতে দেয়নি। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে কেউ মনোনয়নপত্র জমা দিতে পারেনি। এবার খেলাটা দেখাব,  গ্রামে আপনারা প্রার্থী ঠিক করলে মনোনয়ন জমার দায়িত্ব আমাদের। এবার খেলা দেখাব। এখানে লাঙল দিলাম। এরপরে ধান ফলাব। ডিসেম্বরে আবার আসব। বিজয় সমাবেশ করতে আসব। সঙ্গে এক গাড়ি লাড্ডু নিয়ে আসব।'  

সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক ও দক্ষিণ ২৪ পরগণা জেলার ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দোপাধ্যায়কে নিশানা করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আমাদের মিটিং করতে দেবে না বলছে। যেন ওদের পৈতৃক জমিদারি! যেন ওর নামে লিখে দিয়েছে এখানটা। চ্যালেঞ্জ করে সভা করলাম। সব সুদ-আসলে ফেরত নেব,  দণ্ডসুদও আদায় করব। এখানকার সাংসদ সর্বভুক, তিনি কয়লা খান, বালি খান, স্কুলের ইউনিফর্ম খান। ৫০ হাজার চাকরি বেচেছেন। একেবারে লুটের রাজত্ব চলছে। গুজরাটে ২৭ বছরের বিজেপি সরকার। তৈরি থাকুন। আবার লাড্ডু বিলি হবে। আমি যা ধরি তা শেষ করে ছাড়ি। আমি স্টার্টিংয়ে নয় ফিনিশিংয়ে বিশ্বাস করি' বলেও মন্তব্য করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে