ঢাকা, শনিবার, এপ্রিল ১২, ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১
Logo
logo

 পেশাদার ফুটবলে ১০০০ তম ম্যাচ পূর্ণ করলেন লিওনেল মেসি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২২, ১০:১২ এএম

 পেশাদার ফুটবলে ১০০০ তম ম্যাচ পূর্ণ করলেন লিওনেল মেসি

 পেশাদার ফুটবলে ১০০০ তম ম্যাচ পূর্ণ করলেন লিওনেল মেসি

বর্তমান ‍ফুটবলের সবচেয়ে আলোচিত ও চর্চিত খেলোয়ারের নাম লিওনেল মেসি। যেকোনো পরিসংখ্যানে মেসি তার কৃতিত্ব দেখায়নি, এরকম খুঁজে পাওয়াটাই চ্যালেঞ্জিং। ম্যাচ খেলা, গোল করা, অ্যাসিস্ট করা-এমন নানা রেকর্ডে নিজের নাম লেখাচ্ছেন মেসি। আজ অসাধারণ এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনা।

আজ রাতে শেষ ষোলোর ম্যাচে আহমেদ বিন আলি স্টেডিয়ামে মুখোমুখি আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া। এই ম্যাচ দিয়েই পেশাদার ফুটবল ক্যারিয়ারের ১০০০ তম ম্যাচ খেলা পূর্ণ করলেন মেসি। যেখানে ক্লাব ফুটবলে খেলেছেন ৮৩১ ম্যাচ। ৭৭৮ ম্যাচ খেলেছেন বার্সেলোনার জার্সিতে এবং ৫৩ ম্যাচ খেলেছেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে। বার্সেলোনার জার্সিতে ৬৭২ গোল করেছেন, অ্যাসিস্ট করেছেন ৩০৩ গোলে। আর পিএসজির হয়ে করেছেন ২৩ গোল আর ২৯ অ্যাসিস্ট।

আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড তে আগেই করে ফেলেছেন। ১৬৮ ম্যাচে করেছেন ৯৩ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫৩ গোলে।

বিশ্বকাপে ২২ ম্যাচে করেছেন ৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ আর্জেন্টাইনদের হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড। ম্যারাডোনা বিশ্বকাপে খেলেছিলেন ২১ ম্যাচ। আর বিশ্বকাপে ম্যারাডোনা, মেসি দুজনেই সমান ৮টি করে গোল করেছেন।   

এনবিএস/ওডে/সি