ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ | ৪ বৈশাখ ১৪৩২
Logo
logo

 অনুশীলনে ফিরে নেইমার বললেন, ভালো বোধ করছি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

 অনুশীলনে ফিরে নেইমার বললেন, ভালো বোধ করছি

 অনুশীলনে ফিরে নেইমার বললেন, ভালো বোধ করছি

ইনজুরি ভাবাচ্ছে ব্রাজিল শিবিরকে। নেইমারসহ বেশ কিছু তারকা ফুটবলারের ইনজুরিতে ব্রাজিলের বিশ্বকাপ মিশন কঠিন হয়ে উঠেছে। দলের সেরা তারকা নেইমার প্রথমে ইনজুরিতে পরেন। এরপর যোগ হয় দানিলো এবং আসেক্স সান্দ্রোও। নেইমার ইনজুরিতে পরার পর সুইজারল্যান্ডের বিপক্ষে সহজ জয় পেয়েছে তার দল। কিন্তু ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

সোমবার দিবাগত রাতে শেষ ষোলোতে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হওয়ার আগে নেইমারের ফিটনেস নিয়ে এখনও ঘাম ঝরাচ্ছে ব্রাজিল। সার্বিয়ার বিপক্ষে গোড়ালির চোট পান পিএসজি তারকা। এরপর খেলেননি গ্রুপের শেষ দুটি ম্যাচ। কিন্তু তিনি ইতিবাচক খবর দিলেন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে। ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নেইমার লিখেছেন, আমি ভালো বোধ করছি। আমি জানতাম, এখন এরকম লাগবে।

এনবিএস/ওডে/সি