ঢাকা, সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮ পৌষ ১৪৩১
Logo
logo

 ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকার করলেন সাকিব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

 ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকার করলেন সাকিব

 ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকার করলেন সাকিব

পেসার এবাদত হোসেনকে সঙ্গে নিয়ে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে দিলেন সাকিব আল হাসান। ক্যারিয়ারের চতুর্থবারের মতো শিকার করলেন ৫ উইকেট। দুই জনের বোলিং তোপে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৮৬ রান অলআউট হয় ভারত।

১০ ওভার, ২ মেডেন, ৩৬ রান, ৫ উইকেট। মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত বোলিং স্পেল শেষ করেন সাকিব। সোমবার ৫ ডিসেম্বর দুবার জোড়া উইকেট  শিকার করেছেন বাঁহাতি এই স্পিনার।

বোলিংয়ে এসে প্রথম ওভারে সাজঘরে ফেরান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে ২৭। ঠিক পরের বলেই সাকিবের দ্বিতীয় শিকার হন দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলি। এরপর কিছু বিরতি। ব্যক্তিগত সপ্তম ওভারে বিশ্ব স্পিনারের তৃতীয় শিকার হন ওয়াশিংটন সুন্দর।

একই ওভারে দীপক চাহারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সাকিব। এর আগে শার্দুল ঠাকুরকে সরাসরি বোল্ড হন। এ নিয়ে ক্যারিয়ারে চতুর্থবার ৫ উইকেট শিকার করলেন। সর্বশেষ গত বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।

এনবিএস/ওডে/সি