ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আগামী মাস থেকেই ইউরোপকে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম

আগামী মাস থেকেই ইউরোপকে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া

আগামী মাস থেকেই ইউরোপকে তেল সরবরাহ বন্ধ করে দিতে পারে রাশিয়া

আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, নতুন বছর থেকে ইউরোপকে রাশিয়ার তেল ছাড়াই জীবনযাপন করতে হতে পারে। তাদের উচিৎ সেভাবেই চিন্তাভাবনা করা।

মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের পাশাপাশি জি-সেভেনভুক্ত দেশগুলো রাশিয়ার অপরিশোধিত তেলের সর্বোচ্চ মূল্য-সীমা ৬০ ডলার বেঁধে দেওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া দেখালেন।

উলিয়ানভ আরও বলেছেন, 'আমরা এর আগেই ঘোষণা করেছি যেসব দেশ মূল্য বেঁধে দেওয়ার পদক্ষেপের প্রতি সমর্থন জানাবে সেসব দেশে তেল সরবরাহ করা হবে না।'

রাশিয়া ভবিষ্যতে যেসব পদক্ষেপ নেবে সেসবের বিষয়ে পাশ্চাত্যের দেশগুলোর সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে তিনি বলেন, তারা ভবিষ্যতে গালমন্দ করে বলবে রাশিয়া তেলকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে!

দুই দিন আগে পশ্চিমা দেশগুলো রাশিয়ার এক ব্যারেল তেলের সর্বোচ্চ দামের সীমা ৬০ ডলার নির্ধারণ করে দিতে সম্মত হয়। এই পরিকল্পনার উদ্দেশ্য রুশ অর্থনীতিকে আঘাত করা যাতে দেশটি ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে যেতে না পারে।

অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানির ক্ষেত্রে সৌদি আরবের পরেই রাশিয়ার অবস্থান। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এই দেশটি বিশ্বের মোট তেল চাহিদার ১০ শতাংশ পূরণ করে আসছে।


খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে