ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

নতুন পরমাণু বোমারু বিমান বি-২১ উন্মোচন করল আমেরিকা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৪ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম

নতুন পরমাণু বোমারু বিমান বি-২১ উন্মোচন করল আমেরিকা

নতুন পরমাণু বোমারু বিমান বি-২১ উন্মোচন করল আমেরিকা

অত্যাধুনিক প্রযুক্তির নতুন স্টিলথ বোমারু বিমান বি-২১ উন্মোচন করেছে আমেরিকা। এ বিমানের নাম দেয়া হয়েছে ‘বি-২১ রাইডার’।

মার্কিন প্রশাসনের তথ্য মতে রাডার ফাঁকি দিতে সক্ষম এই বিমানগুলো পরমাণু অস্ত্র বহন করতে পারে। শুধু তাই নয়, পাইলট ছাড়াও সেগুলো আকাশে ওড়ানো যাবে বলে দাবি করছেন মার্কিন কর্মকর্তারা। 

যখন রাশিয়া ও চীনের সঙ্গে আমেরিকার সামরিক উত্তেজনা তুঙ্গে তখন নতুন প্রযুক্তির পরমাণু বোমারু বিমান উন্মোচন করল আমেরিকা। রাশিয়া ও চীন বর্তমানে চালকবিহীন বোমারু বিমান তৈরির কাজ করছে। চীনের জিয়ান এইচ-২০ ও রাশিয়ার টুপলভ পিএকে ডিএ স্টিলথ বোমারু বিমান ভবিষ্যতে বি-২১ রাইডারের সঙ্গে পাল্লা দেবে বলে মনে করা হচ্ছে। 

স্থানীয় সময় শুক্রবার ক্যালিফোর্নিয়াভিত্তিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ‘নরথ্রোপ গ্রুম্যান’-এর কার্যালয়ে এক অনুষ্ঠানে সামনে আনা হয় বি-২১ রাইডার বিমানটি। আগামী বছর এ বিমানের প্রথম ফ্লাইটের উড্ডয়ন হবে বলে মনে করা হচ্ছে। 

বি-২১ রাইডারের সক্ষমতা নিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন দাবি করেন, “এ বিমানের সক্ষমতার কাছে দূরপাল্লার অন্য কোনো বোমারু বিমান আসতে পারবে না। আর সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও এই বিমানকে শনাক্ত করতে হিমশিম খাবে।” 

নরথ্রপ গ্রুম্যানের এক মুখপাত্র জানান, মার্কিন বিমানবাহিনী অন্তত ১০০টি বি-২১ রাইডার কেনার পরিকল্পনা করছে। প্রতিটি বিমানের দাম ধরা হয়েছে ৭০ কোটি ডলার

খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে