এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম
জয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছে আপ এবং বিজেপি
ভারতের রাজধানী দিল্লিতে ২৫০ ওয়ার্ড সমন্বিত দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এমসিডি) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত মাত্র ৪৫ শতাংশ ভোট পড়েছে।
দিল্লিতে বিজেপি ও আম আদমি পার্টির (আপ) মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। মাঠে রয়েছে কংগ্রেস ও অন্যান্য দল। একদিকে বিজেপি আবগারি ও অন্যান্য দুর্নীতির অভিযোগে আম আদমি পার্টিকে আক্রমণ করেছে, অন্যদিকে ‘আপ’ বলেছে দিল্লির আবর্জনার জন্য বিজেপি দায়ী। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া বলেছেন, ‘দেড় দশকে দিল্লি আবর্জনার পাহাড়ে পরিণত হয়েছে। আমরা ক্ষমতায় এলে দিল্লিকে স্বচ্ছ বানানোই হবে প্রধান লক্ষ্য।’
এখানে, বিজেপি এবং আম আদমি পার্টি ভোটার তালিকায় কারচুপির অভিযোগ এনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। নির্বাচনের ফল ঘোষণা হবে ৭ ডিসেম্বর। ‘আপ’ নেতা ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া দিল্লির পৌর কর্পোরেশন নির্বাচনে নিজেদের বিজয় দাবি করে বলেছেন, আম আদমি পার্টি দিল্লির পৌর কর্পোরেশন নির্বাচনে ২৫০টি ওয়ার্ডের মধ্যে ২৩০টি আসন জিতবে৷ অন্যদিকে, বিজেপি নেতা রমেশ বিধুরী এমপি দিল্লি পৌর কর্পোরেশনে বিজেপির প্রত্যাবর্তন দাবি করে বলেছেন, ‘এই নির্বাচনে বিজেপি ১৫০ টিরও বেশি আসন জিতবে।’
গত ১৫ বছর ধরে দিল্লি ‘এমসিডি’তে ক্ষমতায় রয়েছে বিজেপি। এবার বিজেপি, আপ ও কংগ্রেসের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হতে দেখা যাচ্ছে। এই নির্বাচনে বিজেপি নেতারা ২০০ টিরও বেশি জনসভা ও রোডশো করেছেন। গত এমসিডি নির্বাচনে মোট ২৭২টি ওয়ার্ডের মধ্যে বিজেপি জিতেছিল ১৮১টিতে। আপ পেয়েছিল ৪৮ এবং কংগ্রেস ২৭টি ওয়ার্ড। কর্পোরেশনে এবার আসন সংখ্যা কমে মোট ২৫০ হয়েছে।
‘এমসিডি’ নির্বাচনের জন্য মোট ১,৩৪৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৭০৯ জন নারী প্রার্থী। বিজেপি এবং ‘আপ’ ২৫০টি আসনের সবকটিতেই তাদের প্রার্থী দিয়েছে। অন্যদিকে, কংগ্রেসের ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়া জেডিইউ ২৩টি আসনে এবং মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) ১৫ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। বিএসপি ১৭৪ জন, এনসিপি ২৯, ইন্ডিয়ান মুসলিম লীগ ১২, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া (সিপিআই) ৩টি, ফরওয়ার্ড ব্লক ৪টি এবং এসপি ও লোক জনশক্তি পার্টি (রামবিলাস) একটি করে আসনে প্রার্থী দিয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ৩৮২ জন।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে