এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২২, ০৮:১২ পিএম
৪১ বলে ৫১ রান তুলে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় উপহার দিলেন মেহেদী ও মোস্তাফিজ
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) দুপুর ১২টায় তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।
ভারত: ১৮৬/১০ (৪১.২ ওভার)
বাংলাদেশ: ১৮৭/৯ (৪৬ ওভার)
ফল: বাংলাদেশ ১ উইকেটে জয়ী।
১৩৬ রানের মাথায় নবম উইকেট হারায় বাংলাদেশ। শেষ উইকেটে দলের হাল ধরেন অদম্য মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। শেষ উইকেট জুটিতে তারা দুজন ৪১ বলে ৫১ রান তুলে বাংলাদেশকে অবিশ্বাস্য এক জয় উপহার দেন।
ভারতের ছুড়ে দেওয়া ১৮৬ রান বাংলাদেশ ৪৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে। মিরাজ ৩৯ বলে ৪ চার ও ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে মোস্তাফিজ ১১ বলে ২ চারে ১০ রানে অপরাজিত থাকেন।
বল হাতে ভারতের মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন কুলদীপ সেন ও ওয়াশিংটন সুন্দর।