ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

গুজরাটে ভোটের আবহে মায়ের সঙ্গে ‘চায়ে পে আড্ডা’ মোদির, ভিডিও ভাইরাল


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২২, ১২:১২ পিএম

গুজরাটে ভোটের আবহে মায়ের সঙ্গে ‘চায়ে পে আড্ডা’ মোদির, ভিডিও ভাইরাল

গুজরাটে ভোটের আবহে মায়ের সঙ্গে ‘চায়ে পে আড্ডা’ মোদির, ভিডিও ভাইরাল

 সোমবারই বাক্সবন্দি হয়ে যাবে গুজরাটের ভাগ্য। আর তার ফল প্রকাশিত হবে আগামী বৃহস্পতিবার। ঠিক তার আগে ব্যস্ততার মধ্যেও মায়ের জন্য সময় বের করে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দীর্ঘ প্রচার কর্মসূচির পর অবসর মিলতেই সোজা চলে গেলেন গান্ধীনগরের বাড়িতে। দেখা করলেন মা হীরাবেন মোদির সঙ্গে।

সংবাদ সংস্থা এএনআই একটি একটি ভিডিও পোস্ট করেছে। ৫২ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, মা হীরাবেনের পাশে বসে চা খেতে খেতে গল্প করছেন মোদি (PM Modi)। তাঁর পরনে সবুজ পাঞ্জাবি ও কমলা শাল। যেখানে বসে, তার ঠিক উপরেই বাঁধানো রয়েছে মা ও ছেলের ছবি। মায়ের কথা শুনে মোদিকে মুচকি হাসতেও দেখা যায়।


প্রধানমন্ত্রী হওয়ার পর নানা কাজের ফাঁকেও বহুবার সময় বের করে মায়ের সঙ্গে গিয়ে দেখা করে এসেছেন মোদি। নিজের জন্মদিন হোক কিংবা লোকসভা ভোটে জয়, জীবনের স্পেশ্যাল দিনগুলিতে মায়ের আশীর্বাদ নিতে ভোলেন না মোদি। এবারও যেন তার ব্যতিক্রম হল না।  

দীর্ঘ ২৭ বছর গুজরাটে (Gujarat Election 2022) ক্ষমতায় বিজেপি সরকার। এবারও ক্ষমতা ধরে রাখতে মরিয়া প্রচার চালিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রচারে ঘাটতি রাখেননি কেউ। তবে প্রচারের পালা শেষ। শেষ প্রথম দফার ভোটও। সোমবার দ্বিতীয় দফার ভোট দিয়ে শেষ হবে মোদির রাজ্যের নির্বাচন প্রক্রিয়া। আর গণনা ৮ ডিসেম্বর। আর কাজে ডুব দেবেন মোদি। তার আগে মায়ের সঙ্গে একান্তে সময় কাটালেন ছেলে।
সংবাদ প্রতিদিন /এনবিএস/২০২২/একে