এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম
ভারতীয় দলকে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে হারের পর আরো একটি দুঃসংবাদ পেলো ভারতীয় ক্রিকেটাররা। স্লো ওভার রেটের কারণে জরিমানার কবলে পড়তে হলো রোহিত শর্মার দলকে। দলটি ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে রোববার (৪ ডিসেম্বর) নির্ধারিত সময়ে ৫০ ওভার শেষ করতে পারেনি ভারত। চার ওভার পিছিয়ে ছিলো সফরকারীরা। আইসিসি কোড অফ কনডাক্টের আর্টিকেল ২.২২ অনুযায়ী প্রতি ওভার পিছিয়ে থাকার কারণে ২০ শতাংশ জরিমানা করা হবে খেলোয়াড়দের।
ম্যাচের পর তাই ভারতের বিপক্ষে অভিযোগ আনেন অন-ফিল্ড আম্পায়ার মাইকেল গফ ও তানভীর আহমেদ, থার্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল। সেই অভিযোগ মেনে নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আইসিসির এলিট প্যানেলের রেফারি রঞ্জন মাদুগালে কোনো আনুষ্ঠানিক শুনানি ছাড়াই জরিমানা করেন তাদের।
উল্লেখ্য, সেই ম্যাচে বাংলাদেশের কাছে ১ উইকেটে হারে ভারত। একই মাঠে আগামী ৭ ডিসেম্বর সিরিজ বাঁচানোর লক্ষ্যে নামবে সফরকারীরা।