ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 শ্রাবন্তীর বিরুদ্ধে আবার মামলা স্বামী রোশনের


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 শ্রাবন্তীর বিরুদ্ধে আবার মামলা স্বামী রোশনের

 শ্রাবন্তীর বিরুদ্ধে আবার মামলা স্বামী রোশনের

ভারতের টলিউড পাড়ার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও রোশন সিংহের বিবাহবিচ্ছেদের মামলায় নয়া মোড়। মিথ্যা সাক্ষ্য দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে পুনরায় মামলা করেন রোশন সিংহ। শ্রাবন্তী এবং রোশানের বিবাহ-বিচ্ছেদের মামলা চলমান।

এমন পরিস্থিতিতে মামলায় মিথ্যা সাক্ষ্য প্রদান করায় মামলা করেছেন রোশান। বিবাহবিচ্ছেদের মামলা করে মাসিক সাত লাখ টাকা খোরপোষের দাবি জানান শ্রাবন্তী। যা মেলেনি নির্বাচন করার সময় অভিনেত্রী যে আয় দেখিয়েছিনে তার সাথে। তথ্য প্রমাণিত হলে জেলও হতে পারে শ্রাবন্তীর।

রোশন সিংহের সঙ্গে ২০২০ সালে তৃতীয় বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হন টলিপাড়ার চর্চিত এই নায়িকা। বছর ঘুরতে না ঘুরতে বিচ্ছেদ। ২০২১ সালে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন অভিনেত্রী। দু’বছর ধরে চলছে এই মামলা। এ বার ফের অভিনেত্রীর উপর পাল্টা মামলা করলেন রোশন। কবে মিটবে রোশন-শ্রাবন্তী বিবাহবিচ্ছেদের মামলা? জল ঠিক কত দূর গড়াবে? তা সময় বলবে।

এনবিএস/ওডে/সি