ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১
Logo
logo

যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তুরস্ক ও আজারবাইজান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তুরস্ক ও আজারবাইজান

যৌথ সামরিক মহড়া চালাচ্ছে তুরস্ক ও আজারবাইজান

তুরস্ক ও আজারবাইজান যৌথ সামরিক মহড়া চালাচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজারবাইজানের ভূখণ্ডে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে আধুনিক যুদ্ধের সরঞ্জাম ও কৌশল ব্যবহার করা হচ্ছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে- সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীসহ বিভিন্ন বিশেষ ইউনিট এই মহড়ায় অংশ নিচ্ছে। মহড়ার অংশ হিসেবে বাকু, আস্তারা, জিবরাইল ও ইমিশলি শহরে দুই দেশের সম্মিলিত বাহিনীকে মোতায়েন করা হয়েছে।

সামরিক বিশেষজ্ঞরা বলছেন, দুই দেশের এই যৌথ মহড়ার মূল লক্ষ্য হচ্ছে সামরিক প্রশিক্ষণ এবং তুর্কি অস্ত্রের পরীক্ষা। আজারবাইজান তুরস্কের কাছে যেসব অস্ত্র কিনেছে সেগুলোর পরীক্ষা চালানো হচ্ছে বলে তারা মনে করছেন।

তুরস্কের কাছে আজারবাইজান যুদ্ধাস্ত্র কিনেছে এবং দুই দেশ প্রতি বছরই যৌথ মহড়া চালায়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে