ঢাকা, রবিবার, মার্চ ১৬, ২০২৫ | ২ চৈত্র ১৪৩১
Logo
logo

‘ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসীদের থেকে মাত্র এক কিলোমিটার দূরে আইআরজিসি’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৫ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

‘ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসীদের থেকে মাত্র এক কিলোমিটার দূরে আইআরজিসি’

‘ইরাকি কুর্দিস্তানের সন্ত্রাসীদের থেকে মাত্র এক কিলোমিটার দূরে আইআরজিসি’

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অন্যতম কমান্ডার কর্নেল দেলোয়ার রানজিবারযাদে বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে যেসব সন্ত্রাসী ঘাঁটি রয়েছে সেগুলো আইআরজিসি’র অবস্থান থেকে মাত্র এক কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু আইআরিজসি তাতে হামলা করবে না, শুধুমাত্র সন্ত্রাসীরা হামলা করলেই ব্যবস্থা নেয়া হবে।

ইরানের পশ্চিমা আযারবাইজান প্রদেশের সারদাশ্‌ত শহরের এ কমান্ডার লেবাননের আল মাইয়াদিন টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। কর্নেল রানজিবারযাদে বলেন, ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সন্ত্রাসীদের গতিবিধি আইআরজিসি সব সময় পর্যবেক্ষণ করছে এবং সে কারণে সন্ত্রাসীদের হামলা ঠেকাতে তারা সক্ষম।

আইআরজিসি ইরাকের কুর্দিস্তান অঞ্চলে শত্রুদের অবস্থানে সরাসরি অভিযান চালাতে পারে কিন্তু তা করছে না শুধুমাত্র প্রতিবেশী আরব দেশটির সার্বভৌমত্বের বিষয় বিবেচনা করে। তিনি সুস্পষ্ট করে বলেন, "আমরা মাত্র কুর্দিস্তানে তৎপর সন্ত্রাসীদের এক কিলোমিটার দূরে অবস্থান করছি এবং তারা যদি হামলা না চালায় তাহলে আমরাও হামলা চালাবো না।”

কর্নেল রানজিবারযাদে আরো বলেন, “আইআরজিসি’র হাতে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক রয়েছে যারা সন্ত্রাসীদের প্রতিটি তৎপরতা পর্যবেক্ষণে রাখছে। আমরা তখনই তাদেরকে লক্ষ্যবস্তুতে পরিণত করব, যখন তারা হামলা চালাবে। কুর্দিস্তান অঞ্চল থেকে শত্রুদের যেকোনো হামলা মোকাবেলা করতে আইআরজিসি সক্ষম।”

কর্নেল রানজিবারযাদে আরো বলেন, যদি আইআরজিসি কুর্দিস্তান অঞ্চলের সন্ত্রাসীদের অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা না চালাতো তাহলে তারা ইরানের সীমানা  লঙ্ঘন করতো।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে