ঢাকা, শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১
Logo
logo

‘বিশ্ব আপনাদের দেখছে’ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে বললেন জাতিসংঘ মহাসচিব


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০২:০৪ পিএম

‘বিশ্ব আপনাদের দেখছে’ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে বললেন জাতিসংঘ মহাসচিব

‘বিশ্ব আপনাদের দেখছে’ ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কিকে বললেন জাতিসংঘ মহাসচিব

 কিয়েভ সফর শেষ করে এক যৌথ সংবাদ সম্মেলনে মহাসচিব আন্তনিও গুতেরেস বলেন, ‘আমি এখানে এসেছি ইউক্রেনের জনগণকে কিভাবে সহায়তা করা যায় তা জানতে। কিভাবে মানুষের জীবন বাঁচানো যায়, মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা যায় এবং শান্তির পথ খুঁজে বের করার জন্য।’ জাতিসংঘ ওয়েবসাইট

 সংবাদ সম্মেলন শেষ হওয়ার কিছুক্ষণ পরই রাজধানী কিয়েভে দুটি রুশ ক্ষেপনাস্ত্র হামলা হয়। এর মাধ্যমে জানান দেওয়া হলো কিয়েভের আশপাশ থেকে রুশ সেনা প্রত্যাহার করা হলেও যুদ্ধ এখনো শেষ হয়নি। 

এই হামলায় একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। দুটি উঁচু ভবনে আগুন লেগে যাওয়ায় কয়েকজন ধ্বংস্তুপের মধ্যে চাপা পড়েছেন। 

‘আমি ইউক্রেনের জনগণকে জানাতে চাই, বিশ্ব আপনাদের দেখছে, শুনছে এবং আপনাদের সহনশীলতা ও সংকল্পের জন্য বিস্মিত হচ্ছে’, বলেন জাতিসংঘ প্রধান।

 তিনি বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্ট এবং জনগণকে বলতে চাই, আমরা আপনাদের পরিত্যাগ করিনি।’