ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

 শাস্তির মুখে উরুগুয়ে ফুটবলাররা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২২, ০১:১২ পিএম

 শাস্তির মুখে উরুগুয়ে ফুটবলাররা

 শাস্তির মুখে উরুগুয়ে ফুটবলাররা

কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছে লাতিন দল উরুগুয়ে। তবে রেখে গেছে রেশ। রেফারির সাথে তর্ক-বিতর্কে জরিয়ে যায় উরুগুয়ে ফুটবলাররা। রেফারিকে ঘিরে উরুগুয়ের ফুটবলারদের আপত্তিকর আচরণের জন্য উরুগুয়ের ফুটবল অ্যাসোসিয়েশন এবং চারজন ফুটবলারের বিরুদ্ধে শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা।

উরুগুয়ে ঘানাকে ২-০ ব্যবধানে পরাজিত করেছে কিন্তু গোল ব্যবধানে ছিটকে যায় গ্রুপ পর্ব থেকে। উরুগুয়ের সেই ম্যাচের পর মাঠেই ছড়িয়ে পড়েছিল ব্যাপক উত্তেজনা।

ম্যাচ শেষের বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে সেই ম্যাচের রেফারি সিবার্টকে ঘিরে ধরেন কাভানিরা। মাঠ ছেড়ে টানেলের দিকে যাওয়ার সময় উরুগুয়ের ফুটবলাররা তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করছিলেন।

রেফারির সাথে অসদ আচরনও করেন তারা। যা ফিফার নিয়মের পরিপন্থী। সেদিন হোসে মারিয়া গিমেনেজ, এডিনসন কাভানি, ফার্নান্দো মুসলেরা এবং দিয়েগো গডিন সকলেই আপত্তিকর আচরণ করেছেন। তাই ফিফার শৃঙ্খলাবিধি লঙ্ঘনের জন্য সম্ভাব্য শাস্তির মুখোমুখি হতে যাচ্ছেন তারা।

এনবিএস/ওডে/সি