ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৫ বৈশাখ ১৪৩২
Logo
logo

পেলেকে জয় উৎসর্গ করলেন নেইমাররা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৬ ডিসেম্বর, ২০২২, ০১:১২ পিএম

পেলেকে জয় উৎসর্গ করলেন নেইমাররা

 পেলেকে জয় উৎসর্গ করলেন নেইমাররা

চলতি কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় এশিয়ান জায়ান্ট দক্ষিণ কোরিয়াকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এই জয়ে বিশ্ব আসরের কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে নিয়েছে সেলেসাওরা। এমন খুশির দিনে মরুর বুকে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয়টি সর্বকালের সেরা ফুটবল কিংবদন্তি পেলেকে উৎসর্গ করেছে নেইমার ও ভিনিসিয়াসরা।

সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় এক ইনস্টাগ্রাম পোস্টে পেলে জানান যে হাসপাতাল থেকেই নেইমার-ভিনিসিয়াসদের খেলা দেখবেন তিনি।ওই পোস্টে ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপের সময় তোলা একটি ছবি আপলোড করে ক্যাপশনে পেলে লেখেন, স্টকহোমের রাস্তায় হাঁটতে হাঁটতে বাবার কাছে করা প্রমিসের কথা ভাবছিলাম। আমি ভালো করেই জানতাম যে, আরও অনেকেই হয়তো তাদের পরিবারের কাছে প্রথম বিশ্বকাপ জয়ের প্রতিশ্রুতি দিয়ে এসেছে।

পেলে বলেন, আমি হাসপাতাল থেকে তোমাদের খেলা দেখবো। তোমাদের প্রত্যেককে উৎসাহ দেবো বন্ধুরা। এ যাত্রায় আমরা সবাই একসাথে আছি। আমাদের ব্রাজিলকে শুভকামনা।

কিংবদন্তী পেলের কথা যে নেইমাররা ভোলেননি, সেটি বোঝা গেলো ম্যাচ শেষে। জয়ের পর পেলে লেখা ও তার ছবি সম্বলিত একটি প্ল্যাকার্ড নিয়ে মাঠেই ফটোসেশন করেন রিচার্লিসন-থিয়াগোরা। কিং পেলের জন্য এমন জয় উৎসর্গ তো করাই যায়।

এনবিএস/ওডে/সি