ঢাকা, শনিবার, এপ্রিল ৫, ২০২৫ | ২১ চৈত্র ১৪৩১
Logo
logo

২০২৬ পর্যন্ত লিভারপুলেই থাকছেন ক্লপ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

২০২৬ পর্যন্ত লিভারপুলেই থাকছেন ক্লপ

২০২৬ পর্যন্ত লিভারপুলেই থাকছেন ক্লপ

লিভারপুলের সঙ্গে ইর্য়ুগেন ক্লপের প্রধান কোচের চুক্তিটি ছিল ২০২৪ সাল পর্যন্ত । তবে তার সাথে চুক্তির মেয়াদ আরো দুই বছর বাড়িয়েছে লিভারপুল ক্লাব কর্তৃপক্ষ। গোলডটকম

জার্মান এই কোচ ২০১৫ সালের অক্টোবরে এনফিল্ডে আসার পর গত সাত বছরে লিভারপুলকে জিতিয়েছেন মোট ছয়টি শিরোপা। যার মাঝে সব চেয়ে বড় সফলতা ছিলো ২০১৯ সালে চৌদ্দ বছর পর লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জেতানো। পরের বছর ক্লপের অনুশীলনে ৩০ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল।

 চলতি মৌসুমেও চেলসিকে হারিয়ে লিগ কাপের শিরোপা জয় করেছে লিভারপুল। এছাড়াও ১৪ই মে এফএ কাপের ফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ আবারো সেই চেলসি যেখানে শিরোপা জয়ের দৌড়ে অনেকটাই এগিয়ে আছে লিভারপুল। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম পর্বে ভিয়ারিয়ালের বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনাল অনেকটাই নিশ্চিত লিভারপুলের। সব কিছু মিলিয়ে আরো কয়েকটি শিরোপা জয়ের লক্ষ্যেই ক্লপের সঙ্গে চুক্তি বাড়িয়েছে  অলরেডরা।