ঢাকা, শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪ | ১৩ পৌষ ১৪৩১
Logo
logo

চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের উত্তেজনার ম্যাচে ১-১ ড্র  


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের উত্তেজনার ম্যাচে ১-১ ড্র  

চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের উত্তেজনার ম্যাচে ১-১ ড্র  

ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি কেউই জয়ের দেখা পেলো না। টান টান উত্তেজনার ম্যাচে দুই দলই একাধিক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয়। ফলে সমতায় শেষ হয় দুই দলের লড়াই। ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করে গেল চেলসি। প্রথমার্ধে দাভিদ দে হেয়া দারুণ কিছু সেভ করে তাদের আটকে রাখলেও বিরতির পর আর পারলেন না। জবাব দিতে ম্যানচেস্টার ইউনাইটেডও বেশি সময় নিল না। 

ওল্ড ট্র্যাফোর্ডে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। দ্বিতীয়ার্ধে ১১৯ সেকেন্ডের মধ্যে হয় গোল দুটি। মার্কোস আলোনসো চেলসিকে এগিয়ে নেওয়ার পর সমতা টানেন ক্রিস্তিয়ানো রোনালদো।

লিগে টানা তিন ম্যাচে জয়হীন রইল ম্যানচেস্টারের দলটি। শীর্ষ চারে থেকে আসর শেষ করার সম্ভাবনা আরও ফিকে হয়ে গেল তাদের। গত দুই রাউন্ডে লিভারপুলের বিপক্ষে ৪-০ ও আর্সেনালের বিপক্ষে ৩-১ গোলে হেরেছিল তারা।