ঢাকা, বৃহস্পতিবার, জানুয়ারী ৯, ২০২৫ | ২৫ পৌষ ১৪৩১
Logo
logo

 বিরাট কোহলি ও ধাওয়ানের পর আরেকটি উইকেট হারালো ভারত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২২, ০৬:১২ পিএম

 বিরাট কোহলি ও ধাওয়ানের পর আরেকটি উইকেট হারালো ভারত

 বিরাট কোহলি ও ধাওয়ানের পর আরেকটি উইকেট হারালো ভারত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেওয়া ২৭২ রানের টার্গেটে ব্যাট করছে ভারত। এর আগে মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারের প্রথম শতক এবং মাহমুদউল্লা রিয়াদের অর্ধশতকে ৭ উইকেটে ২৭১ রান করে বাংলাদেশ।

আজ বুধবার (৭ ডিসেম্বর) মিরপুরে বাংলাদেশের ইনিংস চলাকালে হাতের আঙুলে আঘাত পান ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট দলের টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয় এ ম্যাচে ব্যাট করতে পারবেন না তিনি। তার পরিবর্তে ওপেন করতে নামেন বিরাট কোহলি। সঙ্গী শিখর ধাওয়ান।

ইনিংসের দ্বিতীয় ওভারে এবাদত হোসেনের শিকার হন কোহলি। ব্যক্তিগত ৫ রানের ডানহাতি এই পেসারের বলে সরাসরি বোল্ড হন কোহলি। পরের ওভারে মোস্তাফিজুর রহমানের শিকার হন শিখর ধাওয়ান।

সাকিব আল হাসান তার ব্যক্তিগত প্রথম ওভারে ভারতের তৃতীয় উইকেটের পতন ঘটান। ওয়াশিংটন সুন্দরকে আউট করেন তিনি।

এনবিএস/ওডে/সি