ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মেডিক্যালে ভোটের দাবি মানেনি কর্তৃপক্ষ, ৩৪ ঘণ্টা পরে ঘেরাও তুলে অনশনের পথে পড়ুয়ারা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ ডিসেম্বর, ২০২২, ০৭:১২ পিএম

মেডিক্যালে ভোটের দাবি মানেনি কর্তৃপক্ষ, ৩৪ ঘণ্টা পরে ঘেরাও তুলে অনশনের পথে পড়ুয়ারা

মেডিক্যালে ভোটের দাবি মানেনি কর্তৃপক্ষ, ৩৪ ঘণ্টা পরে ঘেরাও তুলে অনশনের পথে পড়ুয়ারা

 ৩৪ ঘণ্টা পর ঘেরাও উঠলেও কাটল না কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College) জট। পড়ুয়াদের দাবি মানা হয়নি বলে অভিযোগ পড়ুয়াদের। তাই আগামীকাল বৃহস্পতিবার থেকে আমরণ অনশনের ডাক দিলেন আন্দোলনকারীরা।
ছাত্র সংসদ নির্বাচনের (Student Union Election) দাবিতে সোমবার রাত থেকে হাসপাতালের অধ্যক্ষ, অধ্যাপকদের বেরোতেই দেওয়া হয়নি হাসপাতাল থেকে। তাঁদের দাবি মানা না হলে অবস্থান তুলবে না বলে হুঁশিয়ারিও দিয়েছিলেন। এমনকী এই বিষয় নিয়ে অধ্যক্ষের সঙ্গে আলোচনার দাবিও জানিয়েছিলেন তাঁরা।
এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। নার্সিং পড়ুয়ারা তাঁদের বিভাগীয় প্রধানদের ছাড়াতে এলে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে। চিকিৎসা পরিষেবা ব্যাঘাত ঘটে। অভিযোগ, মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভাগগুলিতে শুরু হয়েছে বিশৃঙ্খলা। কারণ আউটডোরে ভিড় লেগে থাকে এইসময়ে।
কিন্তু নিজেদের অবস্থান থেকে একচুল নড়েননি আন্দোলকারীরা। এদিন দুপুর গড়িয়ে গেলেও কোনও আলোচনা হয়নি বলে দাবি পড়ুয়াদের। তাই আগামীকাল থেকেই আমরণ অনশনের ডাক দিলেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা।

খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে