এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২, ১২:১২ পিএম
আমার স্ত্রী বলেছিল মিরাজ আজকেও ভালো খেলবে : পাপন
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের টানা দুই ম্যাচ হেরে বাংলাদেশের কাছে সিরিজ খোয়াল সফরকারী ভারত। এই নিয়ে টানা দুই ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হেরেছে ভারত। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ভারতকে ৫ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। দ্বিতীয় ম্যাচে টানা ৬ উইকেট হারানোর পর হাল ধরেন মেহেদী হাসান মিরাজ। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরির দেখাও পেয়ে যান তিনি।
ম্যাচশেষে এই সিরিজ নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। মিরাজের ব্যাটিং নিয়ে উচ্ছ্বসিত বিসিবি সভাপতি ম্যাচশেষে বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতবো। এ ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই আশ্চর্য হয়েছি। দু’টো খেলাতেই আপনারা যদি দেখেন মিরাজ, যেটা (যাকে) আমরা ধরি নাই। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি বলছি, আরে পরপর দু’দিন কীভাবে হবে। একদিন করে ফেলল রোজ (প্রতিদিন) তো হয় না। তো আজকেও করলো। ’
নাজমুল হোসেন পাপন আরও বলেন, ‘একটা অসাধারণ ইনিংস খেলেছে, এমনকি নাসুম এসে যে ব্যাটিংটা করেছে এই সময়টায়। সাকিব ভালো পারফর্ম করেছে দুই ম্যাচেই, এমনকি মুস্তাফিজের বোলিং, এবাদত আসলে এতজনের অবদান কী বলবো। ফিল্ডিং খুব ভালো ছিল। শেষ দিকের দুইটা ক্যাচ ছাড়া বিশ্বকাপ থেকে আমরা দেখে আসছি ফিল্ডিংটা ভালোই হচ্ছিলো। এই দুইটা ছাড়া সবকিছু ভালোই হয়েছে। তবে এই ধরনের জয়েই নাকি বেশি মজা। কিন্তু যেটা বললাম এটা সহ্য করা খুবই কঠিন। প্রতিটি ম্যাচেই যদি এরকম করে হয় টেনশনে থাকতে হয় তাহলে অন্তত কঠিন।’
এনবিএস/ওডে/সি