ঢাকা, বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪ | ১২ পৌষ ১৪৩১
Logo
logo

ক্রিকেটার তাসকিন আহমেদ এবার কন্যা সন্তানের বাবা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৯ এপ্রিল, ২০২২, ০৩:০৪ পিএম

ক্রিকেটার তাসকিন আহমেদ এবার কন্যা সন্তানের বাবা

ক্রিকেটার তাসকিন আহমেদ এবার কন্যা সন্তানের বাবা

 বাংলাদেশ ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদের ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা। শুক্রবার (২৯ এপ্রিল) খবরটি নিশ্চিত করেছেন এই টাইগার পেসার।

 এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন। ঈদের আগ মুহূর্তে এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের অনুরাগীরা। সমর্থকরা তার পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।

 প্রসঙ্গত, এর আগে ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর ছেলের বাবা হয়েছেন তাসকিন। তার ছেলের নাম তাশফিন আহমেদ রিহান। তাসকিন ও সৈয়দ রাবেয়া নাঈমার ৫ বছরের দাম্পত্যে এবার দ্বিতীয় সন্তানের জনক-জননী হলেন তারা।