এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২, ০৯:১২ পিএম
হাসপাতালে স্বাস্থ্য পরিসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে চিকিৎসা পরিসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
তিনি আজ (বৃহস্পতিবার) স্বাস্থ্যপ্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে এসএসকেএম থেকে চিকিৎসা পরিসেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ভর্তির প্রসেসিং পরে, আগে চিকিৎসা করতে হবে।
মমতা বলেন, ‘ধরুন একটা গর্ভবতী মা হাসপাতালে এল, কিন্তু তার প্রসেস করতেই যদি ৬ ঘণ্টা লাগে, তাহলে রোগী তো মরে যাবে আগেই! এগুলো তো জরুরি বিষয়। ট্রমা কেয়ারে আমি গিয়েছিলাম, আমি দেখে এলাম। আমার খারাপ লেগেছে। যদি প্রসেসটা ভুল থাকে তাহলে তা ঠিক করতে হবে। সকালে ভর্তি হয়েছে এখনও প্রসেস চলছে। প্রসেসটা পরে হবে। আগে তো রোগী চিকিৎসা পাবে। সে জন্যই তো আমাদের হাসপাতাল। স্যালাইন দিতে গিয়ে মনে হয় ৪/৫ বার ফুটিয়েছে এমন করে গলগল করে রক্ত বেরোচ্ছে!’
তিনি বলেন, ‘আমি যেহেতু হাসপাতালে ভর্তি হয়েছি অনেকবার, আমার এগুলো অভিজ্ঞতা আছে। আমার হাতেও অনেকবার ফোটাতে গিয়ে অনেক রক্ত বের করেছে। আমি জানি এগুলো। স্যালাইনটা কীভাবে ফোটাতে হয় এটা তো জানতে হবে। আমি এরকমও দেখেছি অনেক ডাক্তার ও সিস্টাররা ইঞ্জেকশন দেয় বোঝা-ই যায় না। আবার আমি একবার ইঞ্জেকশন নিয়েছিলাম একটা ইঞ্জেকশন নিতে গিয়ে আমার হাত টা পুরো ফুলিয়ে দিয়েছিল! একবার আমার এমন জোরে রক্ত নিয়েছিল যে, আমার হাত সম্পূর্ণ কালো হয়ে গিয়েছিল।’
অনেক হাসপাতাল চিকিৎসকদের সংখ্যা কম। ফলে চিকিৎসা সংক্রান্ত খুঁটিনাটি কাজ যেমন, ইনজেকশন দেওয়া, ড্রেসিং করা এ সবের জন্য নার্সদের কাজে লাগানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে আরও কর্মী নিয়োগের কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে