ঢাকা, রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪ | ২৪ ভাদ্র ১৪৩১
Logo
logo

 বিশ্বকাপে সবচেয়ে কম গোল হজম করেছে মরক্কো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ ডিসেম্বর, ২০২২, ১০:১২ পিএম

 বিশ্বকাপে সবচেয়ে কম গোল হজম করেছে মরক্কো

 বিশ্বকাপে সবচেয়ে কম গোল হজম করেছে মরক্কো

বিশ্বকাপের শুরুতে যদি বলা হতো কোয়ার্টার ফাইনাল খেলবে মরক্কো, নিশ্চয়ই তোমরা কেউ বিশ্বাস করতে না। বিশ্বকাপে এখনো পর্যন্ত প্রতিপক্ষ কোনো বলই জড়াতে পারেনি মরক্কোর জালে। একমাত্র গোল হজম করেছে আফ্রিকানরা, সেটিও ছিলো আত্মঘাতি। মরক্কোর শক্তিশালী ডিফেন্স আর আটলাস পর্বত বনে যাওয়া সেভিয়া স্টার গোলরক্ষক ইয়াসিন বোনোই যে এর পেছনের মূল নায়ক।

আশরাফ হাকিমির শটটা স্পেনের জালে জড়াতেই গ্যালারিতে বাঁধভাঙা উল্লাস মরক্কোর সমর্থকদের। কোচ লুইস এনরিকে এতদিন যেটি সবচেয়ে অনুশীলন করিয়েছেন, সেই পেনাল্টি পরীক্ষায় ফেল করে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে স্প্যানিশরা।

আটলাস সিংহদের গর্জনে এদিন ভারী হয়ে ওঠে এডুকেশন সিটি স্টেডিয়াম। নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে ওঠে মরক্কো। কোয়ার্টার ফাইনালে পর্তুগালের মুখোমুখি হবে আফ্রিকার এই দলটি। মরক্কোর প্রধান শক্তি তাদের রক্ষণভাগ। এর সাথে গোলরক্ষক চীনের প্রাচীর গড়ে প্রতিপক্ষের আক্রমণ ভাগকে প্রতিহত করে যাচ্ছে একের পর এক ম্যাচে।

এনবিএস/ওডে/সি