এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২২, ১১:১২ পিএম
আইসিসির সেরা দশে বাংলাদেশের ৩ বোলার
ভারতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে টিম টাইগার্স। এমন দাপুটে পারফরম্যান্সের প্রভাব পড়েছে ক্রিকেটারদের র্যাঙ্কিংয়েও। ওয়ানডে বোলার র্যাঙ্কিংয়ে সেরা দশে আছেন বাংলাদেশের ৩ বোলার।
ওয়ানডে সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেট নিয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। প্রথম ম্যাচে উইকেট না পেলেও ২ দশমিক ৭ ইকোনমি রেটে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এমন পারফরম্যান্সের পর আইসিসি থেকে সুখবর পেলেন তারা।
বুধবার ওয়ানডে বোলারদের নতুন র্যাঙ্কিং প্রকাশ করে আইসিসি। এতে সাত ধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৬৪৭ রেটিং পয়েন্টে নবম স্থানে উঠে এসেছেন তিনি। আর ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে দশে উঠে এসেছেন মোস্তাফিজুর রহমান। ফর্মে থাকলেও দুই ধাপ অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তালিকার আটে আছেন এই অলরাউন্ডার।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট। দুইয়ে ও তিনে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক।
এনবিএস/ওডে/সি