ঢাকা, শনিবার, ডিসেম্বর ২৮, ২০২৪ | ১৪ পৌষ ১৪৩১
Logo
logo

 এমবাপ্পের শুভেচ্ছা বার্তায় সাড়া দিলেন কিংবদন্তি পেলে


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ ডিসেম্বর, ২০২২, ০২:১২ পিএম

 এমবাপ্পের শুভেচ্ছা বার্তায় সাড়া দিলেন কিংবদন্তি পেলে

 এমবাপ্পের শুভেচ্ছা বার্তায় সাড়া দিলেন কিংবদন্তি পেলে

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের শুভেচ্ছা বার্তায় সাড়া দিয়েছেন ব্রাজিল কিংবদন্তি পেলে। এমবাপ্পেকে ধন্যবাদ জানিয়ে পেলে বলেছেন, ফ্রান্স তারকা তার রেকর্ড ভেঙে দেওয়ায় খুশি তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ব্রাজিলিয়ান কিংবদন্তি ও ফুটবল রাজা পেলের সুস্থতার জন্য এমবাপ্পে তার সমর্থকদের প্রতি প্রার্থনা করার আহ্বান জানান। পেলে দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছেন ও সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পেলে লিখেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি এই বিশ্বকাপে আমার আরেকটি রেকর্ড ভেঙেছেন। আমার বন্ধু, এটি দেখে আমি খুশি। মরুর বুকে বিশ্ব ফুটবল আসরের শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে দুটি গোল করেছেন এমবাপ্পে। এতে পেলের রেকর্ড ভেঙে দিয়েছেন ফ্রান্সের এই ফরোয়ার্ড। ২৪ বছরের আগেই বিশ্বকাপে ৯টি গোল করে পেলেকে ছাড়িয়ে গেছেন তিনি।


এনবিএস/ওডে/সি